আন্তর্জাতিক শ্রমিক দিবস: মে দিবস কেন পালন করা হয়?
প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস পালিত হয়। শ্রমিকদের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের ইতিহাস স্মরণে রেখে এই দিবসটি উদযাপন করা হয়। আজকের এই ব্লগ পোস্টে আমরা আলোচনা করবো মে দিবস কেন পালন করা হয়।
মে দিবসের ইতিহাস:
-
- ১৮৮৬ সালে, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ন্যায্য মজুরি ও দৈনিক ৮ ঘণ্টা কর্মঘণ্টার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপর পুলিশ গুলি চালায়। এই ঘটনায় বেশ কিছু শ্রমিক নিহত ও হতাহত হন।
- ১৮৮৯ সালে, প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিকের কংগ্রেসে ১৮৯০ সাল থেকে শিকাগোয় ঘটে যাওয়া ঘটনার স্মরণে প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়।
- ১৯০৪ সালে, আমস্টারডামে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে এই প্রস্তাবকে আরও দৃঢ় করা হয় এবং বিশ্বব্যাপী শ্রমিক সংগঠনগুলোকে ১ মে তারিখে ধর্মঘট ও শোভাযাত্রার আয়োজনের জন্য আহ্বান জানানো হয়।
১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন। তাদের এ দাবি কার্যকর করার জন্য তারা সময় বেঁধে দেন ১৮৮৬ সালের পহেলা মে পর্যন্ত। বারবার মালিকপক্ষের কাছে দাবি জানানো হলেও কোনো সাড়া না পাওয়ায় শ্রমিকদের প্রতিবাদ চরমে ওঠে।
হে মার্কেটের ঘটনা
৪ মে, ১৮৮৬ সাল। ঘড়িতে তখন সন্ধ্যা সাড়ে সাতটা। চারদিকে হালকা বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়া বইছে। এরই মধ্যে শিকাগোর হে মার্কেট স্কয়ার নামের এক বাণিজ্যিক এলাকায় শ্রমিকরা মিছিল করতে জড়ো হন।
অগাস্ট স্পিজ নামে এক নেতা জড়ো হওয়া শ্রমিকদের উদ্দেশে কিছু কথা বলছিলেন। হঠাৎ দূরে দাঁড়ানো পুলিশ দলের কাছে এক বোমার বিস্ফোরণ ঘটে, এতে মেথিয়াস জে. ডিগান নামের একজন পুলিশ তৎক্ষণাৎ এবং আরও ছয়জন পরবর্তীতে নিহত হন। পুলিশবাহিনী শ্রমিকদের ওপর অতর্কিতে হামলা শুরু করে- যা দাঙ্গায় রূপ নেয়। এই দাঙ্গায় ১১ জন শ্রমিক শহীদ হন।
শ্রমিকদিবস ঘোষণা
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তী বছর থেকে ১ মে বিশ্বব্যাপী পালন হয়ে আসছে ‘মে দিবস’ বা ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’।
তবে যে দেশে এ ঘটনার, জন্ম সেই যুক্তরাষ্ট্রই মে দিবস পালন করে না। একই কথা কানাডার ক্ষেত্রেও। এই দুটি দেশ সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার শ্রমিক দিবস পালন করে থাকে।