e Passport Check Online Status | ই পাসপোর্ট স্টেটাস চেক অনলাইন
নতুন পাসপোর্ট বা পাসপোর্ট রিনিউ আবেদন করেছেন। এখন আপনার পাসপোর্ট হয়েছে কি না বা কখন ডেলিভারি পাবেন–চেক করতে পারবেন অনলাইনেই। চলুন দেখে নিই ঘরে বসেই কীভাবে অনলাইনে ই-পাসপোর্ট চেক করবেন–
ই-পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য প্রয়োজন পাসপোর্ট আবেদনের অ্যাপ্লিকেশন আইডি বা অনলাইন রেজিস্ট্রেশন আইডি। দুটি তথ্যের যেকোনো একটি এবং জন্মতারিখ ব্যবহার করে খুব সহজে ই-পাসপোর্ট চেকিং করা যায়।
ই-পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) এবং জন্মতারিখ ফিলাপ করে ‘Check’ বাটনে ক্লিক করুন।
সঠিক তথ্য এবং আপনি মানুষ কি না, তা ভেরিফিকেশন করে ‘Check Status’ বাটনে ক্লিক করার পর আপনি আপনার পাসপোর্ট আবেদনের বর্তমান আবস্থা সম্পর্কে জানতে পারবেন। ই-পাসপোর্ট চেক করার মাধ্যমে পাসপোর্ট আবেদনে কোনো সমস্যা হয়েছে কি না, যদি হয়ে থাকে সেটি কি তা বলা হয়ে থাকে। তা ছাড়া আনুমদন হয়ে গেলেও তা স্ট্যাটাসে দেখাবে।
পাসপোর্ট আবেদনের অ্যাপ্লিকেশন আইডি : অনলাইনে পাসপোর্ট আবেদন সম্পন্ন করার শেষের দিকে আবেদনের সামারিতে অ্যাপ্লিকেশন আইডি উল্লেখ করা থাকে। আপনার কাছে থাকা পাসপোর্ট আবেদন সামারি থেকেও এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন।
অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) : প্রতিটি ই-পাসপোর্ট আবেদনের একটি ইউনিক আইডি থাকে। এই আবেদনের আইডিকে অনলাইন রেজিস্ট্রেশন আইডি (OID) বলে। এ ছাড়া আবেদনের সারাংশ লিপিতে কিংবা বারকোড (BarCode) আকারে দেয়া থাকে।
ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক : পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার জন্য ডেলিভারি স্লিপের উপরে ডান পাশে ১৩ ডিজিটের অ্যাপ্লিকেশন আইডি নম্বরটি খুঁজে নিন। এরপর www.epassport.gov.bd সাইট থেকে ‘Check Status’ মেন্যুতে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি ও জন্মতারিখ দিন। সবশেষ ‘Captcha’ পূরণ করে ‘Check’ বাটনে ক্লিক করে পাসপোর্ট চেক করতে পারবেন।
জন্মতারিখ : পাসপোর্ট আবেদন করার সময় আবেদন ফরম পুরনের সময় ব্যক্তির জন্মতারিখ দিতে হয়। আর ই-পাসপোর্ট চেক করার ক্ষেত্রে যে জন্মতারিখ আবেদনে দেয়া ছিল সেটি ব্যবহার করতে হয়।
পাসপোর্ট চেক করার নিয়ম
Passport Application করার সময় প্রথমে যে সামারি কপিটা (Appointment Paper) দিয়েছিল অথবা পাসপোর্ট অফিসে আবেদন জমা দেওয়ার যে কপিটি ওইখানে আপনি আপনার Online Registration ID বা OID নাম্বার পাবেন। উপরের ছবিতে OID1012123231 এইটি হল Online Registration ID বা OID নাম্বার।
OID নাম্বার, জন্ম তারিখ ও Verification কি ভাবে বসাবো e Passport Online Status Check এর জন্য?
ফরমে OID নাম্বার বসান আপনার জন্ম তারিখ (Date of Birth) বসান, তারপর I am human লিখাটির বাম পাসে খালি ঘরে ক্লিক করুন। ক্লিক করার পর খালি ঘরে সবুজ টিক চিহ্ন দেখাবে। Human Verification টি শেষ হলে চেক বাটনে click করুন। চেক বাটনে ক্নিলি করার আগে ভাল করে আপনার সব তথ্য চেক করে নিন নিচের ছবিটির মত।
e passport check bd online
MRP or e passport OID দিয়ে Check কেমনে করব?
Check click করার পর আপনার পাসপোর্টটি এখন কোথায় কোন অবস্থায় আছে তা দেখাবে। Status টি দেখাবে প্রথমে, Online Registration ID বা OID নাম্বার এর উপরে।
ই পাসপোর্ট স্টেটাস চেক
এখন ই পাসপোর্ট অনলাইন চেক (e Passport Check Online) করা খুবই সহজ। আপনার পাসপোর্ট কোথায় আছে কোন অবস্থানে আছে এখন আপনি খুব সহজে জানতে পারবেন শুধুমাত্র আপনার ডেলিভারি স্লিপ নাম্বার অথবা Online Registration ID দিয়ে। আমাদের ওয়েবসাইটের উপরে যে ফর্মটা আছে সেখানে আপনার ডেলিভারি স্লিপ নাম্বার অথবা Online Registration ID দিয়ে খুব সহজে e passport check করতে পারবেন।
e Passport Status Check By SMS
এস এম এস দিয়ে e passport check status দেখতে পারব। কি ভাবে SMS দিয়ে e passport check করতে হয় তা নিল লিংকে ক্লিক করে দেখে নিনঃ- Passport Status Check By SMS
যদি আমার লেখায় কোথাও কোন সমস্যা থাকে অথবা আপনি কোন কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করুন। যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার কমেন্টের উত্তর জানাবো। কষ্ট করে পুরো কনটেন্ট পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
iqramulhassan626@gmail.com
আমি