Dushtu Kokil Lyrics | দুষ্টু কোকিল | Toofan | Shakib Khan, Mimi
Dushtu Kokil Lyrics bengali song is sung by Kona and Akassh from Toofan bengali movie. Starring Shakib Khan, Mimi Chakraborty, Chanchal Chowdhury and many more. Dustu kokil dake re Song written by and music composed by Akassh Sen. Programming by Bob SN and Recorded By Selim Reza and Rabi Majee. Toofan bengali film directed by Raihan Rafi
Dushtu Kokil Song Details :
Song : Dushtu Kokil
Film : Toofan
Singer : Kona and Akassh
Composer and Lyricist : Akassh Sen
Programming : Bob SN
Director : Raihan Rafi
DOP : Tashin Rahman
Production Design : Shihab Nurun Nabi
Label : Chorki And SVF
“Dushtu Kokil” Video
Dushtu Kokil Lyrics In Bengali :
ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে,
হায় ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে,
প্রেমের লাগে বুকটা করে আ আ উ
দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজে রে কুকু কুকু, কুকু কুকু।
চোখে চোখে কথা বলো
মুখে কিছুই বলো না,
ভালোবাসার নামে কেন
করো শুধুই ছলনা।
হ্যাঁ, চোখে চোখে কথা বলো
মুখে কিছুই বলো না,
ভালোবাসার নামে কেন
করো শুধুই ছলনা।
থাকলে তুমি আশেপাশে
মনে আমার আবেগ আসে,
প্রেমের লাগে বুকটা করে আ আ উ
দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজে রে কুকু কুকু, কুকু কুকু।
নদীর বুকে চর, আমি কি তোর পর
আকাশ ভরা চাঁদের আলোয়
বাঁধবো সুখের ঘর। (২)
ধিকি ধিকি জ্বলে আগুন
জলের ছিটায় নেভে না,
খোলা আছে মনের দুয়ার
বাইরে তুমি থেকো না। (২)
পথ চেয়ে আছি বসে
কখন তুমি আসবে পাশে,
প্রেমের লাগে বুকটা করে আ আ উ
দুষ্টু কোকিল ডাকেরে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজেরে কুকু কুকু, কুকু কুকু।
ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে,
হায় ফাগুন মাসে কাঁচা বাঁশে
গুনগুনিয়ে ভ্রমর আসে,
প্রেমের লাগে বুকটা করে আ আ উ
দুষ্টু কোকিল ডাকেরে কুকু কুকু, কুকু কুকু
মনে বাঁশি বাজে রে কুকু কুকু, কুকু কুকু।
Dushtu Kokil Song Information In Bengali Font : রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা অভিনীত তুফান বাংলা সিনেমার গান দুষ্টু কোকিল গানটি গেয়েছেন কণা ও আকাশ সেন। গানটির সুর দিয়েছেন এবং দুষ্টু কোকিল ডাকে রে কু কু গানের লিরিক্স লিখেছেন আকাশ।
দুষ্টু কোকিল লিরিক্স – তুফান :
Fagun mase kancha banshe
Gunguniye bhromor ashe
Premer laage bukta kore aa aa u
Dustu kokil dake re ku ku kuku
Mone banshi baaje re ku ku ku ku
Chokhe chokhe kotha bolo
Mukhe kichui bolo na
Bhalobashar naame keno
Koro shudhui chholona
Thakle tumi ashe pashe
Moner amar aabeg ashe
Nodir buke chor ami ki tor por
Aksh bhora chander aaloy
Bandhbo sukher ghor
Dhiki dhiki jwole aagun
joler chhitay nebhe na
Khola ache moner duyar
Baire tumi theko na
Potho cheye achi bose
Kokhon tumi ashbe pashe
Premer laage bukta kore aa aa u
Dushtu kokil dake re ku ku kuku
Mone bashi baje re ku ku ku ku