সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: তিন দিনে আবেদন সাড়ে ৩ লাখ
নিউজ

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: তিন দিনে আবেদন সাড়ে ৩ লাখ

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন অনলাইনে চলছে। গতকাল রোববার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৫টা পর্যন্ত আবেদন পড়েছে ৩ লাখ ৬১ হাজার ৪১৯টি। এই আবেদন চলবে আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

গত রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকম ও দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য জানিয়েছেন। তথ্যমতে, এবার সরকারি-বেসরকারি ৫ হাজার ৬২৫টি বিদ্যালয়ে মোট আসন আছে ১১ লাখ ১৬ হাজার ৬৩৩টি।

জানা যায়, ৬৮০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ লাখ ৮ হাজার ৬৬২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৫৪ হাজার ৭৮৭জন এবং ৪ হাজার ৯৪৫টি বেসরকারি বিদ্যালয়ে রয়েছে মোট ১০ লাখ ৭ হাজার ৬৭১টি আসন। এর বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৬ হাজার ৬৩২ জন শিক্ষার্থী।

Advertisements

গত ছয়দিনে রোববার পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুলে আবেদন করেছেন ৩ লাখ ৬১ হাজার ৪১৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এর আগে ১২ নভেম্বর থেকে এ ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের বাছাই ও ভর্তি করা হবে। এ বছর ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটক সিম ব্যবহার করে এই ফি পরিশোধ করতে হবে। ডিজিটাল লটারির পর আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ভর্তি প্রক্রিয়া, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত।

প্রথম ধাপের অপেক্ষমান তালিকা থেকে ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে এবং দ্বিতীয় ধাপের তালিকা ভর্তি চলবে ২৬ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এই লিঙ্কে, https://gsa.teletalk.com.bd/, গিয়ে শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি স্কুলের জন্য আলাদাভাবে আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button