বাংলা গানের লিরিক্স

দেশটা তোমার বাপের নাকি লিরিক্স Deshta Tomar Baper Naki Lyrics

SONG | দেশটা তোমার বাপের নাকি

SINGER | MOUSUMI মৌসুমী

LYRIC | ETHUN BABU

MUSIC | ETHUN BABU & ROSEN

Deshta Tomar Baper Naki Lyrics

দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা।

কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা।।

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ২

ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছারাম

ভয় দেখিয়ে হবে নারে কাম

দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা।

কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা।।

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ২

ভয় দেখিয়ে হবে নারে কাম

Advertisements

ও বাছারাম

ভয় দেখিয়ে হবে নারে কাম।।

লুট করে চুরি করে পালাবে কোথায়

দাড়িয়ে আছে জনগণ তোমার পাহারায়।

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ২

ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছারাম

ভয় দেখিয়ে হবে নারে কাম।।

 

দুঃক কষ্টে মরছে মানুষ তার হিসেব নাই

উন্নয়নের কথা বলে চুরি করে খায়।

মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি

দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ২

ভয় দেখিয়ে হবে নারে কাম

ও বাছারাম

ভয় দেখিয়ে হবে নারে কাম।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button